ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বিনেরপোতা পরমানু কৃষি গবেষণা উপকেন্দ্র মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপ-পরিচালক গণেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ খামারবাড়ী, সরেজমিন উইং ঢাকার পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, কৃষিবিদ সত্যেন মন্ডল, কৃর্ষিবিদ আতিকুর রহমান, কৃষিবিদ চঞ্চল কুমার মিস্ত্রি, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, কৃর্ষিবিদ পরেশ কুমার রায়, কৃষিবিদ সাদিয়া আফরিন প্রমুখ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ব্রি উদ্ভাবিত ধান ফসলের উৎপাদন প্রযুক্তি, বারি উদ্ভাবিত লবণ সহিষ্ণু বিভিন্ন ফসলের আধুনিক প্রযুক্তি ব্যবহার, বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উৎপাদন ও অঞ্চল ভিত্তিক উপযোগীতা, বিভিন্ন ফসলের বীজের মান নিয়ন্ত্রণ, ডাল ও তৈল জাতীয় ফসলের আধুনিক জাত ও উৎপাদন এবং মসরা জাতীয় ফসলের আধুনিক জাত ও চাষাবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলার সকল উপজেলার কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই