যশোরের কিছু খবর :

যশোরে ইজিবাইক নিয়ে চালক চম্পট

যশোরে মিজানুর রহমান নামের এক ব্যাক্তি বাইক চালানোর নাম করে সে ওই ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে। সে যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের শওকত আলীর পুত্র । এ ঘটনায় বাইকের মালিক মুজিবর রহমান বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা করেছে।সে যশোর সদরের কৃষ্ণবাটি পুলেরহাট গ্রামের মৃত ফজলুল করিমের পুত্র। মিজানুর রহমান পরিকল্পিত ভাবে মুজিবর রহমানের বাড়িতে এসে ইজিবাইক ভাড়ায় চালানোর কথা বলে গাড়ি নেয়। পরে সে ওই ইজিবাইক নিয়ে চম্পট দেয়।

যশোরে এক চাঁদাবাজ আটক
যশোর অফিস: যশোর শহরের ইনস্টিটিউট মার্কেটের ৩ দোকান্দারের কাছে মোটা অংকের টাকা চাদা দাবি করে চিহ্নিত সন্ত্রাসীরা। দাবিকৃত টাকা না পেয়ে তারা জোর পূর্বক টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার মোস্ত, গাড়ী খানা সড়কের নিপুওরফে নিপুন,পোষ্ট অফিস পাড়ার হাবির পুত্র সোহেল ও বাবুসহ অজ্ঞাত ৪/৫জন বিভিন্ন অংকের চাঁদাদাবি করে। এক পর্যায় গত ৮মার্চ রাত আনুমানিক ৮ টার সময় ইমরাত শেখ,আবু তাহের ও রবিউলের দোকানে এসে দাবিকৃত ৫ হাজার টাকা চাঁদা চেয়ে ৩ ব্যবসায়ীর নিকট হতে সাড়ে ৭ হাজার টাকা নিয়ে সময় বেঁধে দিয়ে চলে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে সোহেল নামে এক চাঁদাবাজকে আটক করেছে থানা পুলিশ।

যশোরে ডিজেল পাচারের ঘটনায় দুইজনআটক
যশোর অফিস: উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা ডিজেল পাচারের ঘটনায় দুইজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে,কুমিল্লা জেলার মুরাদনগদর উপজেলা ডালপা গ্রামের মৃত খোরশেদ আলম সরকারের পুত্র তুহিন ও লরীর চালক নারায়গঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ উপজেলার সুমিল পাড়া এলাকার আলী আজগারের পুত্র আল আমিন।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তৌহিদুল ইসলাম সোমবার সন্ধ্যায় উপশহর আল আমিন আবাসিক হোটেলের সামনে একটি ট্যাং লরী যার নাম্বার (কুমিল্লা ঢ-৪১-০০০৩)এর চালক আল আমিন ও তুহিনকে জিজ্ঞাসাবা করে। এক পর্যায় ওই লরীর ৯ হাজার লিটার ডিজেল ভারতে পাচারের অভিযোগ তাদেরকে আটক করে।

যশোরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক
যশোর অফিস: সোমবার রাতে যশোর চাঁচড়া ফাঁড়ির পুলিশ শহরের মাদক পল্লী রায়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে,যশোর শহরের শংকরপুর এলাকার মোজাহার মোল্যার পুত্র রেজাউল মোল্যা ও একই এলাকার গোলাম মাওলার পুত্র সোহাগ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাদক পল্লী রায়পাড়ার প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালানো হয়। এ সময় দুইশ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রেজাউল মোল্যা ও সোহাগকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই