বহুতল ভবনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

নাশকতা এড়াতে বহুতল ভবনের মালিকদের সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্টপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ওইসব ভবন থেকে কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব বাড়ি মালিকরা এড়াতে পারবেন না।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে স্বাধীনতা ও জাতীয় দিবস -২০১৫ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের দিন রাষ্ট্রপতিসহ অন্যরা যাতে নির্বিঘ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধে যেতে পারেন সেজন্য বহুতল বভনের ওপর বিশেষ নজর রাখা হবে।

আসাদুজ্জামান বলেন, সবাই যেন উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে সে ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা প্রস্তুত থাকবে স্বাধীনতা দিবসে।

এ ছাড়া সারাদেশের প্রশাসন নির্বিঘ্নে স্বাধীনতা দিবস উদযাপনে নিজ নিজ দায়িত্বে নিয়োজিত থাকবে।



মন্তব্য চালু নেই