নিজামীর আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চ দাখিলের নির্দেশ

মৃত্যদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ উভয়পক্ষকে আগামী ৩১ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে এই সময়ের মধ্যে দাখিল না করলে আপিল শুনানি শুরু হবে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে নিজামীর পক্ষে চার সপ্তাহের সময় আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন। এ ছাড়া নিজামীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার নিজামীর আপিলের সারসংক্ষেপ আদালতে দাখিলের নির্ধারিত দিন ছিল। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নিজামীর আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। ২৩ নভেম্বর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।

এ আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি যুক্তি দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন।



মন্তব্য চালু নেই