কলারোয়ায় কারিতাস’র ঋষি প্রকল্প’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আইসিডিপি ঋষি প্রকল্প’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলার খোরদো মিশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে খোরদো বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মিশন চত্বরের আলোচনা সভায় যোগ দেয়।

আলোচনা সভায় কারিতাসের পিআইসি সদস্য মি. শিরিল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেয়াড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার ধর্মপাল লরেন্স ভালতি, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কারিতাসের লিগ্যাল প্রমোটর এড. তাপস ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা মাস্টার ইবাদুল্লাহ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক আব্দুল কুদ্দুস চুন্নু, আমজেদ হোসেন, হরিদাস মন্ডল।

আলোচনা সভায় বক্তারা নারীদের অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সমাজ গঠনে তাদের অবদান রাখার কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোরদো প্রেসক্লাবের সভাপতি মেহেদী মাসুদ, সাংবাদিক জিয়াউর রহমান, ইউপি সদস্য স্বপ্ন তাঁরা, কারিতাসের ধীমান রায়, সিডিএ উইনি বৈরাগী, নিরঞ্জন, স্বপন, শ্যামলী রায়, মিলন, আরতী, সারা দিদি প্রমুখ।

অনুষ্ঠানে কারিতাসের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক নারী সদস্য উপস্থিত হয়ে র‌্যালি ও আলোচনা সভার শোভা বর্ধন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাস কলারোয়া অঞ্চলের সিডিও উত্তম ভট্টাচার্য্য।



মন্তব্য চালু নেই