সাতক্ষীরা স্টেডিয়ামে ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা’র ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৫ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ, জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় এবং জেলা তায়াকোয়ান্ডো দল জাতীয় পর্যায়ে সর্বাধিক পদক প্রাপ্তিতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, জেলা আনসার এ্যাডজুটেন্ট আনিছুর রহমান।

১ম বিভাগ ক্রিকেটলীগ ২০১৫ এর সেরা বোলার মুন্সিপাড়া যুব সংঘের আরিফ (১৭ উইকেট), সেরা ব্যাটসম্যান গণমুখী সংঘের ওলিউর করিম রনি (২৮৪ রান), ম্যান অব দ্যা সিরিজ মুন্সিপাড়া যুব সংঘের নিশীথ (২৪৮ রান,১১ উইকেট), সেরা ফিল্ডার পি.কে ইউনিয়ন ক্লাবের রিয়াজুল, সেরা আম্পায়ার হিসেবে সম্মাননা পান সৈকত ও বাপ্পী, ম্যান অব দ্যা ফাইনাল গণমুখী সংঘের গফুর (৯.২ ওভারে ১৭ রান ৪ উইকেট), রানার্স আপ মুন্সিপাড়া যুব সংঘ এবং চ্যাম্পিয়ন গনমুখী সংঘ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা’র সহ সভাপতি বদরুল ইসলাম খান, ১ম বিভাগ ক্রিকেটলীগ সম্পাদক শেখ আব্দুল কাদের, জেলা ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আক্তারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম সম্পাদক আহম্মাদ আলী সরদার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, নির্বাহী সদস্য মাহমুদ হাসান মুক্তি, শেখ নাসেরুল হক, পৌর প্যানেল মেয়র শেখ শফিক উদ দৌলা সাগর, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, কোর্স আলতাফ হোসেন, এম. ঈদুজ্জামান ইদ্রিস, মুশফিকুর রহমান মিল্টন, শাহাজান হোসেন সাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।



মন্তব্য চালু নেই