ঐ‌তি‌হ্যে চিরভাস্বর নীলফামারীর দা‌রোয়ানী মেলায় এক‌টি ’অাগাছা’

শতাব্দীরও বেশী সময় ধ‌রে নীলফামারীর ‌‌টেক্সটাইল সংলগ্ন পিলার বাজা‌রের পূ‌র্বে অা‌য়ো‌জিত ’‌সৈয়দ পাগলাপীর’ সা‌হে‌বের প্রকাশ্য দা‌রোয়ানী মেলা ঐ‌তি‌হ্যে চিরভাস্বর ।

প্র‌ত্যেক বছর ৫ই ফাল্গুন মেলা শুরু হয় এবং শেষ হয় ৫ই চৈত্র ।

গতানুগ‌তিক ভা‌বে মেলা‌টি সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবার সৈয়দ বংশানুক্র‌মে নামকরন হ‌য়ে অাস‌ছে । তারই ধারাবা‌হিকতায় সৈয়দ বং‌শের প্রখ্যাত ইসলাম প্রচারক পী‌রে কা‌মেল শাহ সৈয়দ পাগলাপী‌রের না‌মে এই মেলার নামকরণ করা হয় ।

সাধারণত মেলায় বি‌ভিন্ন রকম ঐ‌তিহ্যবাহী খেলা যেমন ঘোড়া দৌড় প্র‌তি‌যো‌গিতা, রওশন সার্কাস প্রদ‌র্শিত হ‌লেও এবার দেশব্যপী অ‌স্থি‌তিশীল প‌রি‌স্থি‌তি বিরাজ করায় সেস‌বের কিছুই অা‌য়োজন করা সম্ভব হয়‌নি ব‌লে মেলা অা‌য়োজকরা জানান ।

হাউ‌জি ও যাত্রার কথা জি‌জ্ঞেস কর‌লে স্থানীয় ক‌য়েকজন জানান, দিনাজপু‌রের বীরগ‌ন‌ঞ্জেও এক‌টি মেলা হ‌চ্ছে । সেখা‌নে যাত্রা এবং হাউ‌জি চল‌ছে বিধায় এখা‌নে লোকশা‌নের ভ‌য়ে ওসব অা‌য়োজন করা সম্ভব হয়‌নি ।

এছাড়া মেলায় ‌বি‌ভিন্ন ম‌নোহারী, অাচার, বাচ্চা‌দের খেলনার দোকা‌ন র‌য়ে‌ছে । বি‌নোদ‌নের জন্য অারও অা‌ছে নাগর‌দোলা, মি‌নি ট্রেন ভ্রমন ইত্যা‌দি ।
ত‌বে অা‌য়োজক ক‌মি‌টির কোন সম্পৃক্ততা না থাকা স‌ত্ত্বেও মেলায় রাত হ‌লেই বাড়‌ছে ভ্রাম্যমান প‌তিতা‌দের অানা‌গোনা ।

এব্যাপা‌রে স্থানীয় ক‌য়েকজন ব‌লেন, প‌তিতা না‌মের ঐ অাগাছার জন্যই মেলার প‌বিত্রততা নষ্ট হ‌চ্ছে ।
তারা এ ব্যাপা‌রে অা‌য়োজক ক‌মি‌টি‌কে অারও ক‌ঠোর হওয়ার অাহ্বান জানান ।



মন্তব্য চালু নেই