নোয়াখালীতে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে খুন ॥ থানায় মামলা

নোয়াখালীর সদয় উপজেলায় কাদিরহানিফ ইউপির পশ্চিম মাইজদীতে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে মোঃ রেদোয়ান হোসেন প্রকাশ লেদু কে খুন করা হয়। ৩ মার্চ লেদুর পিতা আবদুল মতলব (৬৫) বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, পশ্চিম মাইজদী মৃত সফি উল্যার ছেলে ছালামত উল্যা রাজু (২৭), সুজাপুর গ্রামের মাঝির বাড়ীর প্রবাসী হারুনের ছেলে রুবেল (২৪), পশ্চিম মাইজদী হাড়িয়ার বাড়ীর আবদুল মতিনের ছেলে ভুট্টু (৩৫), একই গ্রামের কলিম উদ্দিন বাড়ীর আবুল কাশেমের ছেলে রাজু ছেমু মিয়ার বাড়ীর ছামান উল্যার ছেলে জহির (২০), কলিম উদ্দিন বাড়ীর মনা মিয়ার ছেলে রুবেল (২৪), মাঝি বাড়ীর আবুল কাশেম এর ছেলে সামছু, জয়নাল দারোগার বাড়ীর নুর ইসলামের ছেলে সুমন প্রকাশ হুন্ডা সুমন (২৮), সর্বথানা- সুধারাম, জেলা- নোয়াখালী সহ অজ্ঞাতনামা আরো অনেকে বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার সুত্রে জানা যায়, গত ১লা মার্চ রাত অনুমান ৯টা ১৫ মিনিটের সময় রাজু ও রুবেল সহ সকল আসামী একত্রিত হয়ে যোগসাজসে বাদীর ছেলে রেদওয়ান হোসেন লেদুকে পশ্চিম মাইজদী সাকিনস্থ তাহের মাষ্টারের বাড়ীর সামনে নিয়ে যায়। সেখানে তাদের জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বাদীর ছেলে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সকল আসামীগণ ঘটনাস্থলে আটক করে এলোপাথাড়ী লোহার রড, লাঠি, ক্রিকেট খেলার ষ্ট্যাম্প দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখমপ্রাপ্ত করে। সকল আসামীদের মারধরের ফলের বাদীর ছেলে মো: রেদওয়ান ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং লেদুর শোর চিৎকারে ঘটনার আশপাশের লোক অপরাপর স্বাক্ষীগণ সহ আগাইয়া আসলে সকল আসামীগণ পালাইয়া যায়। পরে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনার জের ধরে মৃত লেদু মিয়ার আত্মীস্বজনরা প্রবাসী হারুন মিয়ার ছেলে রুবেল এর বসত ঘরসহ কয়েকটি ঘরে ভাংচুর, লুটপাট করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এদিকে স্থানীয় কিছু লোকজন জানায়, রেদওয়ান একজন জুয়াড়ী ও মোবাইল ছিনতাইকারী হিসেবে এলাকায় পরিচিত বলে জানা যায়। সে রাতে থাক দূরের কথা, দিনের বেলায়ও সাধারণ লোকজনকে জিম্মি করে চাঁদা আদায় করত বলে স্থানীয়রা জানায়।

এ বিষয়ে গতকাল নিহতের পিতা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, সুধারাম থানা মামলা নং- ৩, জিআর ২৯১/১৫ইং, ধারা : ১৪৩/৩২৩/৩২৪/৩০২/৩৪ দ: বি: রুজু করা হয়। এদিকে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, থানায় মামলা হয়েছে। দোষীদের কে গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই