টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

একদিনের বিরতির পর আবার মাঠে গড়িয়েছে ১১তম ক্রিকেট বিশ্বকাপ।

মঙ্গলবার বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ক্যানবেরার মানুকা ওভালে আইরিশদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত দল আয়ারল্যান্ড। ২ ম্যাচের দুটিতেই জিতেছেন আইরিশরা। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের দুটিতে জিতেছে এবং একটিতে হেরেছে।

ওয়ানডেতে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। যার দুটি ম্যাচই আবার বিশ্বকাপে। তবে প্রোটিয়াদের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেননি আইরিশরা। ২০০৭ সালে (বিশ্বকাপ) গায়ানায় ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ উইকেটে, ২০০৭ সালে বেলফাস্টে ৪২ রানে এবং ২০১১ সালে (বিশ্বকাপ) কলকাতায় ১৩১ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।



মন্তব্য চালু নেই