পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণকালে গুলিবিদ্ধ ১ ,আটক ১

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা হরতালে রাজধানীর পুরান ঢাকার লক্ষী বাজারে জটিকা মিছিল থেকে পরপর ৬ টি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। সময় পুলিশ গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। খবর নিয়ে জানা যায় গুলিবিদ্ধ ব্যাক্তি একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরি করেন, তার গ্রামের বাড়ি ভোল জেলায়। এ ঘটনায় জহির নামের একজনকে আটক করা হয়েছে বলে জানায় সুত্রাপুর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন ব্যক্তি মিছিল নিয়ে মহানগর মহিলা কলেজের গলি দিয়ে রাস্তায় আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়।এতে কেউ আহত হয়নি।

গুলিবিদ্ধ নোমনকে চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে, তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে।
সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, একই স্থানে গত ১৯ ফেব্রুয়ারি তিনটি এবং ২২ ফেব্রুয়ারি চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কবি নজরুল কলেজের একজন ছাত্রি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।



মন্তব্য চালু নেই