লেখক অভিজিৎ রায়’র কফিনে শ্রদ্ধা ও হত্যাকারীদের ফাঁসির দাবি

প্রগতিশীল লেখক অভিজিৎ রায়ের মরদেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বানানো বেদিতে ও ঘাতকদের হত্যাকান্ডের ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ, ব্লগার রাজিব হায়দার সহ সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলেই আমরা আমাদের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সোনার বাংলাদেশের প্রতি অগ্রসর হতে পারবো অন্যথায় এই বর্বর অপসংস্কৃতি উদীয়মান নতুন প্রজন্মের জন্য ভয়ঙ্কর বাধা হয়ে দাঁড়াবে।

ব্লগার কবীর চৌধুরী তন্ময় আরও বলেন, সাম্প্রদায়িক শক্তির অর্থের উৎস, তাদের মদদদাতাদের খুজে বের করতে হবে এবং বিকৃত চিন্তা-ধারার একশ্রেণীর জনগণকে সচেতন করে গড়ে তোলার জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ব্লগার রাফিদা আহমেদ বন্যার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি লেখক অভিজিৎ রায় হত্যাকারী ও তাদের মদদদাতাদের অনতিবিলম্বে খুজে বের ফাঁসির দাবি জানান ব্লগার কবীর চৌধুরী তন্ময়।

১লা মার্চ, ২০১৫ বেলা ১১টায় প্রগতিশীল লেখক অভিজিৎ রায়’র কফিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বানানো বেদিতে ও ঘাতকদের হত্যাকান্ডের ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি রাশিদা হক কনিকা, এড. ইয়াছিন করিম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম এইচ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই