বিচারক পরিবর্তন চেয়ে খালেদার রিট হাইকোর্টে

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক আবু আহমেদ জমাদারের আদালত পরিবর্তন চেয়ে করা খালেদা জিয়ার আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চে ‍উপস্থাপন করা হয়েছে।

রোববার হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য এ আবেদনটি উপস্থাপন করেন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তবে, আবেদন শুনানির জন্য কোনো দিন ধার্য করা হয়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে খালেদার আরেক আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতের মামলার বিচার কাজ যে আদালতে চলছে, সেই আদালত পরিবর্তনের আবেদন করা হয়েছে গত ২৮ জানুয়ারি। আজ তা হলফনামা আকারে সরকারের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তিত এ আবেদনের শুনানির দিন ঠিক করা হতে পারে।’

তিনি বলেন, ‘আদালত পরিবর্তনের আবেদনে বিচারকের প্রতি অনাস্থারও আবেদন করা হয়েছে।’

গত ২৮ জানুয়ারি এ বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে তাকে পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেছিল খালেদার আইনজীবীরা।

খালেদার বিরুদ্ধে এ দুই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। একই সঙ্গে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।



মন্তব্য চালু নেই