নাশকতার মামলায় বিএনপি সমর্থক গ্রেপ্তার

একাধিক নাশকতার মামলার আসামী বিএনপি সমর্থক বকুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহমখদুম থানার ভোলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত বিএনপি সমর্থক বকুলের বিরুদ্ধে অবরোধ-হরতালে নাশকতার একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিলো। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বায়ার ভোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার আদালতের মাধ্যমে বকুল হোসেনকে জেলহাজতে পাঠানো হবে।



মন্তব্য চালু নেই