অল্পের জন্য রক্ষা পেল ৪০০ লঞ্চযাত্রী
লঞ্চের তলা ফেটে যাওয়ার পর অল্পের জন্য রক্ষা পেয়েছে লঞ্চে থাকা চার শতাধিক যাত্রী। ঢাকা থেকে বরিশালগামী এমভি জামাল নামে একটি লঞ্চে এই ঘটনা ঘটে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার দিকে তলা ফেটে যাওয়ার শব্দ পেলে যাত্রীদের চিৎকারে স্থানীয় পুলিশের সহায়তায় লঞ্চটি মিরকাদিম এলাকার কাঠপট্টি ঘাটে ভিড়িয়ে রাখা হয়। পরে সদরঘাট থেকে আরেকটি লঞ্চ এসে যাত্রীদের গন্তব্যে নিয়ে যায়।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাত ৯টার দিকে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চ এমভি জামাল ১০টার দিকে কাঠপট্টি ঘাট ছাড়িয়ে এলে লঞ্চটির তলা ফেটে যায়। লঞ্চযাত্রীদের চিৎকার শুনে লঞ্চটিকে কাঠপট্টি ঘাটে ভেড়ানো হয়। সেখানে যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়। পরে সদরঘাট থেকে অপর একটি লঞ্চ এসে যাত্রীদের গন্তব্যে নিয়ে গেছে।
মন্তব্য চালু নেই