ঢাকা বারে বিএনপি-জামায়াতের নিরঙ্কুশ বিজয়

ঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের ওমর ফারুক ফারুকী জয়লাভ করেছেন। ১০টি সম্পাদকীয় পদের ৮টিতেই জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট এসএম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি ও ট্রেজারার পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থীত সাদা প্যানেলের প্রার্থী। ১৫টি সদস্য পদের মধ্যে ১২টিতে জিতেছেন নীল প্যানেলের প্রার্থীরা। সাদা প্যানেলের প্রার্থীরা জিতেছেন মাত্র ৩টি পদে। মোট ২৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল পেয়েছে ২০টি। আর আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল পেয়েছে ৫টি আসন।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের মো. মাসুদ আহমেদ তালুকদার। তিনি সাদা প্যানেলের সাইদুর রহমান মানিককে ২৩০ ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন। মাসুদ আহমেদ তালুকদার পেয়েছেন ৪ হাজার ৫৬২ ভোট। সবুজ প্যানেলে আমিনুর রহমান খান পেয়েছেন ৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ওমর ফারুক ফারুকী ৫৮৬ ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন সাদা প্যানেলের মো. আয়ুবুর রহমানকে। ফারুকী ভোট পেয়েছেন ৪ হাজার ৬৪৩ ভোট। সবুজ প্যানেলে আফতাব হোসেন মোল্লা পেয়েছেন ১৬৬ ভোট।

সহ-সভাপতি পদে নীল প্যানেলের হারুন রশীদ খান ৪ হাজার ৫৭৭, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান হাফিজ ৪ হাজার ৪২৪, সহ-সাধারণ সম্পাদক পদে তাহেরুল ইসলাম তৌহিদ ৪ হাজার ৮১৬, লাইব্রেরিয়ান পদে মাজেদুর রহমান মামুন ৪ হাজার ৮৯২, সাংস্কৃতিক সম্পাদক পদে আকলিমা আক্তার আলো ৪ হাজার ৩৬৬ ও দফতর সম্পাদক পদে শেখ আলাউদ্দিন ৪ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে সাদা প্যানেলের মোশারফ হোসেন ৪ হাজার ৪৭৩, ট্রেজারার পদে সাদা প্যানেলের মকবুল হোসেন নীল প্যানেলের মো. আবু বাক্কার সিদ্দিককে ৩১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মকবুল হোসেন ভোট পেয়েছেন ৪ হাজার ৪৪৩ ভোট।

এছাড়া সদস্য পদের বিজয়ীরা হলেন, মোহাম্মাদ আব্দুল হান্নান খন্দকার (নীল), মোহাম্মাদ বিল্লাল হোসেন (নীল), মজিবর রহমান (নীল), ফাতিমা ইয়াসমিন (নীল), মিজানুর রহমান মিজান (নীল), শাহনাজ পারভীন জোসনা (নীল), তপো গোপাল ঘোষ (সাদা), মোস্তফা কামাল খান (নীল), শাহ আলম (নীল), মোহাম্মাদ আবুল কাশেম (নীল), মোহাম্মাদ কামাল হোসেন (নীল), শফিকুল ইসলাম(নীল), রেহানা পারভীন (নীল), ফাতেমাতুজ জহুরা মনি (সাদা), লিলিয়া আক্তার লিলি (সাদা)।



মন্তব্য করুন