বয়স ১৮ পেরুলেই প্রেম : পড়শী
মাঝে মধ্যে আপনাকে গায়িকা মনে না হয়ে নায়িকা মনে হয়। আমার এই ভ্রমের কারণ কী, বলতে পারেন?
ফারিহা, গুলশান, ঢাকা
* আসলে আমার চেহারা এতই ভালো যে মাঝে মধ্যে সেটা নায়িকাকেও হার মানায়। এ কারণেই আপনার এমন ভ্রম। এতে আপনার দোষের কিছু নেই।
এত অল্প বয়স থেকে আপনি পেশাদার গান গেয়ে যাচ্ছেন কিভাবে? লেখাপড়ার সময় নিশ্চয়ই পান না?
আবদুস সাত্তার, কলেজ রোড, ফেনী
* ঠিক ধরেছেন। লেখাপড়ার সময় পাই না। আমাদের বাসায় একটা ডোরেমন আছে। সে আমাকে একটা ‘ম্যাজিক পড়শী’ বানিয়ে দিয়েছে। আমি গান গাই। আর ওই ম্যাজিক পড়শী লেখাপড়া করে।
আপনার প্রেমে পড়তে মন চায়। কিন্তু বুঝতে পারছি না, আপনি প্রেম করার মতো বয়সে পৌঁছেছেন কি না। যদি একটু জানাতেন…।
আফজাল হোসেন, রাজবাড়ী
* এই তো ফেললেন মুশকিলে। এখন তো আমাকে যেতে হবে বার্থ সার্টিফিকেট আনতে। বার্থ সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স যদি আঠারো পেরোয়, তাহলেই শুধু প্রেম করার সুযোগ পাবো। তত দিন আপনাকে যে একটু ওয়েট করতে হবে ভাইয়া।
আপনি কি সারা জীবন পড়শীই থেকে যাবেন? ঘরের মানুষ হতে পারবেন না?
সাব্বির, স্টেডিয়ামপাড়া, মাগুরা
* কী আর করব বলুন, আমার কপালে মনে হয় ঘরের মানুষ হওয়ার সুযোগ নেই। জন্মের পর থেকেই আমি পড়শী হয়ে আছি। আমার আর ঘরের মানুষ হওয়া হলো না!
সঙ্কলন : প্রীনন পাখোয়াজ
মন্তব্য চালু নেই