‘শেখ হাসিনার কাছে খালেদা জিয়া পরাজিত হবেন’
শেখ হাসিনার কাছে খালেদা জিয়া পরাজিত হবেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে রেলমন্ত্রী বলেন, ‘আপনার ডানে-বামে জামায়াত-শিবির ভর করেছে। ১৯৭১ সালে জামায়াত-শিবির স্বাধীনতা চায় নাই। আমরা তাদের পরাজিত করেছি। ম্যাডাম খালেদা জিয়া আপনি যতই তাদের সঙ্গে নিয়ে বোমা মারেন, নাশকতা করে মানুষ হত্যা করেন কোনো লাভ হবে না। ৭১ সালে যেভাবে আপনার দোসররা পরাজিত হয়েছেন, ২০১৫ সালেও আপনি প্রধানমন্ত্রীর কাছে পরাজিত হবেন।’
বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মুজিবুল হক বলেন, ‘বিএনপি নেত্রী খালি বোমা মারে-পেট্রোলবোমা মারে। চোরাগোপ্তা হামলা করে, নাশকতা করে মানুষ হত্যা করে। কারণ কী জানেন? তিনি দেশের সবচেয়ে বড় হিংসুটে মহিলা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাক তা তিনি চান না। এ জন্য তিনি দেশে অশান্তি তৈরী করছেন।’
রেলমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি আর গণতান্ত্রিক পন্থায় নেই। ৫ জানুয়ারি নির্বাচনে আসেন নাই এতে জনগণের অপরাধ কোথায়? কেন সাধারণ মানুষকে এজন্য বোমা মারবেন? গণতান্ত্রিক একমাত্র পথ হল নির্বাচন। নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারাই ক্ষমতায় থাকবে। বোমা মেরে মানুষ হত্যা করে কখনও ক্ষমতায় যাওয়া যাবে না।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ আহমেদ চৌধুরী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি ইলেকশনে আসলেন না। সারা পৃথিবী আপনাকে চেষ্টা করেছে ইলেকশনে আনতে। আপনি তা না এসে বলেছিলেন, শেখ হাসিনা নাকি দেশেই থাকতে পারবে না। সাংবিধানিকভাবে তো নির্বাচন ঠেকে থাকতে পারে না।’
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি শামসুল হুদার উদ্দেশে মমতাজ আহমেদ চৌধুরী বলেন, ‘আপনি কিসের সংলাপের কথা বলছেন। তাদের আগে বোমা হামলা বন্ধের কথা বলেন। হরতাল-অবরোধ তুলে নিতে বলেন।’
আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি শেখ আহাম্মেদ হোসেন মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক শামসুল হক ঢালি, সহ-সভাপতি যথাক্রমে ফজলুল হক খোকন, ওসমান গণি ভুইয়া, আলী আহমেদ চৌধুরী, মাইনুল হোসেন, ইঞ্জিনিয়ার শামসুল হক, এম এ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক লাল মাহমুদ মিয়া, সাইফুল ইসলাম হাবিব, মির্জা মাহবুব বেগ বাচ্চু, আলমগীর ভুইয়া রনি, মাহবুব এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য চালু নেই