ক্ষতিগ্রস্ত ১৪৬ পরিবহন মালিককে প্রধানমন্ত্রীর অনুদান

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত ১৪৬ জন গাড়ির মালিককে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রথম পর্যায়ে এসব অনুদানের চেক হস্তান্তর করা হয়। ১৫৬টি ক্ষতিগ্রস্ত গাড়ির জন্য ১৪৬ মালিককে মোট ৪ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান দেয়া হয়।

ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কাছে অনুদানের জন্য এ পর্যন্ত ৮২৩টি ক্ষতিগ্রস্ত গাড়ি মালিক আবেদন করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এর মধ্যে ২৮৭ টি অগ্নিসংযোগ ও ৫৩৬ টি ভাংচুরে ক্ষতিগ্রস্ত গাড়ি।

চলমান হরতাল-অবরোধে ১,৮০০ টি গাড়ি অগ্নিসংযোগ ও ভাংচুরের শিকার হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

চলমান সংকটের মধ্যেও গাড়ি চালানোর জন্য মালিকদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা প্রথম পর্যায়ের সহায়তা। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদেরও সহায়তা দেয়া হবে।

এ সময় নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাসহ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই