ডিসিসি নির্বাচন : নির্দেশনা নেই, শুধুই হাঁকডাক
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন (ডিসিসি) আয়োজনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এজন্য নির্বাচন কমিশনকেও নির্বাচনের আয়োজনের বিষয়ে কেনো নির্দেশনা দিতে পারছে না মন্ত্রণালয়। ফলে বহুল প্রতীক্ষিত ডিসিসি নির্বাচন শুধু হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দুপুর পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো নির্দেশনা যায়নি। জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরোজ কুমার বলেন, ‘সরকার ডিসিসি নির্বাচন করার বিষয়ে বললেও ইসিতে চিঠি পাঠানোর জন্য কোনো আদেশ কিংবা নির্দেশনা সরকারের পক্ষ থেকে আমরা পায়নি। নির্দেশনা আসলেই আমরা ইসিতে চিঠি দেবো।’
জানতে চাইলে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বলেন, ‘ডিসিসি নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে। আমাদেরকে লিখিতভাবে নির্দেশনা না দিলে নির্বাচন করা যাবে না।’
তিনি জানান, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে বৈঠকে বসবে ইসি। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে তফসিল ঘোষণা ও নির্বচনের বিষয়টি। তবে চিঠির বিষয়বস্তুর উপর ভিত্তি করে এ তফসিল ঘোষণা করা হবে।’
মূলত দীর্ঘদিন ধরে সীমানা জটিলতার কারণে আটকে থাকা ডিসিসি নির্বাচন করতে সরকার সম্প্রতি উদ্যোগী হয়ে উঠে। প্রধানমন্ত্রী দুই দফায় নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ডিসিসি নির্বাচন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এরআগে গতবছরের ৮ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের প্রধানের নির্দেশনা অনুযায়ী গত ২৮ জানুয়ারি সেই সীমানা জটিলতা নিরসন করে বিজি প্রেস ওয়েবসাইটে গেজেট প্রকাশ করে। কিন্তু গেজেট প্রকাশের বিষয়টি অজানা ছিল ইসির।
১৭ ফেব্রুয়ারি পত্রিকার মাধ্যমে গেজেট প্রকাশের বিষয়টি জানতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে গেজেট প্রকাশের বিষয়টি জানতে পারি। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি।’ তবে যেকোনো সময় নির্বাচন আয়োজনের জন্য ইসি প্রস্তুত বলেও জানান সিরাজুল ইসলাম।ঢাকাটাইমস
মন্তব্য চালু নেই