‘সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র’

জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘প্রত্যাখ্যাত অবৈধ’ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট মুপাত্র বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

গণমাধ্যমে দেওয়া রবিবার দুপুরে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, ‘অবৈধ সরকার বর্তমানে নির্মম পতনের প্রহর গুনছে। তাই সরকার এখন চূড়ান্ত পর্যায়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে।’

তীব্র গণআন্দোলনের মুখে এ সরকারের নির্মম পতন অবশ্যম্ভাবী বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘শুক্রবার বরিশালের আগৈলঝড়া উপজেলার ছাত্রনেতা টিপু হাওলাদার ও জাসাস নেতা কবির হোসেনকে গ্রেফতার করে ঠাণ্ডা মাথায় খুন করেছে পেটোয়া পুলিশ বাহিনী।’

সালাউদ্দিন আহমেদ এ জাতীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘পটপরিবর্তন হলে এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘চলমান গণআন্দোলনে যাদের প্রাণ বিসর্জিত হচ্ছে সরকারি বাহিনীর হাতে তাদের জাতীয় বীরের মর্যাদা প্রদান করা হবে। নিহতদের পরিবার ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে। এদের সকলকেই এ প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবেও স্বীকৃতি প্রদান করা হবে।’

বেগম খালেদা জিয়া সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য না করে বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে পরামর্শ দেন বিএনপি এ নেতা।

বিবৃতিতে সালাহউদ্দিন বলেন, ‘গণতন্ত্র মুক্তির দাবিতে চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে জোটের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’



মন্তব্য চালু নেই