চিকেন কাটলেটের সহজ রেসিপি

রেস্টুরেন্টে কতো খাবারই না খাওয়া হয়। টাকার কথা চিন্তা করে অনেক সময় আয়েস মিটিয়ে খাওয়াটা আর হয়ে ওঠে না। কিন্তু বাসায় তৈরি সেসব পর্যাপ্ত খাবারে চোখও ভরে, পেটও ভরে। ছুটির দিনগুলোতে নিজ হাতে যদি এমন কিছু খাবার আয়োজন হয়ে যায় তো ক্ষতি কি? আসুন আজ শিখে নেয়া যাক মজার স্বাদের চিকেন কাটলেটের সহজ রেসিপি।

যা যা লাগবে

হাড় ছাড়া মুরগীর মাংস ২৫০ গ্রাম, কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, কাঁচামারিচ বাটা ১ চা চামচ, সরিষার গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, লবণ স্বাদমতো ওয়েসটার সস ২ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ, ফেটানো ডিম ১টি, টোস্ট বিস্কুটের গুঁড়া পরিমাণ মতো, তেল ভাজার জন্য।

যেভাবে করবেন

টোস্টের গুঁড় বাদে সব উপকরণ একসঙ্গে মেশাতে হবে। মসলার মিশ্রণে মাংসের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। প্রত্যেক টুকরো মাংস টোস্টের গুঁড়ো মাখিয়ে কাটলেটের আকার নিন। এবার গরম তেলে কাটলেট বাদামি করে ভাজতে হবে। চুলা থেকে নামিয়ে পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন কাটলেট।



মন্তব্য চালু নেই