অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজার পরিদর্শন

তথ্য প্রযুক্তিকে হাতের মুঠোয় এনে সহজ করতে সরকার বদ্ধপরিকর — মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষিত আত্মনির্ভরশীল করতে সরকার কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তিকে হাতের মুঠোয় ও সহজ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বুধবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়ায় নারীদের বেসিক আইটি/ আইসিটি লিটারেসি (তথ্য প্রযুক্তি সাক্ষরতা) বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণে অংশ নেয়া নারী ও উপস্থিতিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন হবেই। আনুষ্ঠানিক নামসর্বস্ব প্রশিক্ষণ না নিয়ে ফলপ্রসূ প্রশিক্ষণের মাধ্যমে কাজে বাস্তবায়ন করে সাবলম্বী হতে হবে। সৌদিআরব সহ অন্যান্য দেশে জনশক্তির রপ্তানিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু হয়েছে যার ফলে সাধারণ মানুষের হয়রানী ও দালালদের খপ্পরে পড়তে হবে না। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন, দেশের উন্নয়নের জন্য সহনশীল পরিবেশ আবশ্যক। রাজনীতির নামে পুড়িয়ে মানুষ মারা, সহিংসতা প্রতিরোধ করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লার্নিং ও আর্নিং ডেভেলোপমেন্ট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। তিনি বলেন, দেশ একটি পরিবার তাই পরিবারের কল্যাণে কাজ করতে হবে। ডিজিটাল তথ্যপ্রযুক্তি মূলত একটি জাদুর বাক্স। জীবনকে সহজ করতে লার্নিং ও আর্নিং অত্যন্ত জরুরী। জেলার এ কর্ণধর আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা আয় করে পরিবার ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। উপজেলার বোয়ালিয়ায় ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। উপজেলার ৫নং কেঁড়াগাছি ও ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের ২০জন করে মোট ৪০জন নারী ১৫দিনের এ ‘মৌলিক তথ্য প্রযুক্তি সাক্ষরতা’ প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক বাংলানেট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান যুবায়ের আল-মাহমুদ হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, অধ্যক্ষ ফারুক হোসেন, আ.লীগ নেতা মারুফ হোসেন, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম। এর আগে সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার, কেঁড়াগাছির শ্রীশ্রী হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ ও বোয়ালিয়া হাইস্কুল পরিদর্শন করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজার, হরিদাস ঠাকুরের জন্মভিটা পরিদর্শনে সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ
MPভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজার পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বুধবার সকাল ১১টার দিকে সেখানে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর আশ্বাস দেন। এসময় তিনি ভষ্মিভূত বাজারের ওই এলাকাটি ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে মুস্তফা লুৎফুল্লাহ এমপি কেঁড়াগাছির শ্রীশ্রী বক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ, বোয়ালিয়া হাইস্কুল পরিদর্শন করে শিক্ষকদের সাথে মতবিনিময়ে অংশ নেন। এসময় ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, আ.লীগ নেতা মারুফ হোসেন, অধ্যক্ষ ফারুক হোসেন, বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী হোসেন, আনসার ভিডিপি কমান্ডার নুরুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুনছুর আলী, শিক্ষক ফজলুল হক, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী শনিবার রাতে বৈদ্যুতিক সর্টসার্কিট জনিত ত্রুটির কারণে অগ্নিকান্ডে বালিয়াডাঙ্গা বাজারের ৪৮টি দোকান ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টি সম্পূর্ণ ভষ্মিভূত ও ১২টি আংশিক ভষ্মিভূত হয়। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১কোটি ৮৮লাখ ৫৭হাজার টাকা।



মন্তব্য চালু নেই