বিধবা নারীর সর্বনাশ ঘটাল আইপিএস অফিসার!
এবার মুম্বাইয়ে আইপিএস অফিসার কর্তৃক সর্বনাশ হল বত্রিশ বয়সী এক বিধবা নারীর। ঘটনার শিকার হওয়া নারীটি নিজেই মুম্বাইয়ের কোলাবা থানায় ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, গত সোমবার সকালে তাকে নিজের কার্যালয়ে ডেকে পাঠান ওই অফিসার। এরপর তিনি তার শ্লীলতাহানি করেন।
নারীটি নিজেকে একজন বিধবা বলে জানান। তিনি আরো জানান, কিছুদিন আগেও ওই আইপিএস অফিসার তাকে তার বৈবাহিক জীবন ও পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তিনি তার মোবাইল নম্বরও চান।
কোলাবা থানা পুলিশ জানিয়েছে, নারীটির অভিযোগের লিখিত পত্র নেওয়া হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও এই মামলার কোনও এফআইআর দায়ের করা হয়নি। এ নারীর ফোন রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
মন্তব্য চালু নেই