এবার হ্যাপির আত্মহত্যার হুমকি!
ক্রিকেটার রুবেল হোসেন বিশ্বকাপ থেকে ফিরেই বিয়ে করার ঘোষণা দিয়েছেন। আর এ খবরেই রীতিমত ভেঙ্গে পড়েছেন চিত্রনায়িকা হ্যাপি।
ঢালিউড২৪কে বলেন, “রুবেল আমাকে ছাড়া অন্য কোন মেয়েকে বিয়ে করতে পারে না। এটা অসম্ভব একটা বিষয়। সে যদি এ কাজ করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবে না”।
আত্মহত্যার কারণ হিসেবে বলেন, “আমরা দুইজন জীবন-মরণের সাথী হবার প্রতিজ্ঞা করেছিলাম। তাকে যেহেতু আর এই জীবনে পাচ্ছি না তাই বেঁচে থাকার কোন মানে হয় না”।
উল্লেখ্য ক্রিকেটার রুবেল বাগেরহাটের এক মেয়েকে বিয়ে করছেন পারিবারিকভাবেই। দুই পরিবার থেকে তাদের বিয়ের জন্য শপিংও শুরু করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে হ্যাপি গনমাধ্যমকে বলেছিলেন কোন অবস্থাতেই তিনি রুবেলকে আর বিয়ে করবেন না।
মন্তব্য চালু নেই