বিশিষ্ট সার্জন ডা. জহুরুল মওলা চৌধুরী স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা

গণ বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ডেন্টাল কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অনুষদের প্রাক্তন ডীন ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট সার্জন অধ্যাপক ডা. জহুরুল মওলা চৌধুরীর মৃত্যুতে এক শোকসভা আজ ১৭ ফেব্রæয়ারি গণ বিশ্ববিদ্যালয়, সাভারে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত শোকসভায় কলা ও সামাজিক অনুষদের ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, উপ রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু, অধ্যাপক আতাউর রহমান খান, অধ্যাপক মনসুর মুসা, ডা. লায়লা পারভীন বানু, ডা. কর্নেল (অবঃ) এম এ কাশেম, ডা. ফরিদা আবিদ খান, ডা. দিল আফরোজ প্রমুখ বক্তব্য রাখেন।

শোকসভার শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই