সাতক্ষীরার শ্যামনগরে নারীর আয়বৃদ্ধিতে কাঁকড়া চাষের উপর কর্মশালা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে ‘কাঁকড়া মোটাতাজাকরন আয় বৃদ্ধিমূলক কর্মসূচি উন্নয়নে সরকারী ও বেসরকারী সেবা নিশ্চিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে। সোমবার সুশীলনের প্রশিক্ষন কেন্দ্রে সুশীলন রিকল প্রকল্পের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কাঁকড়া চাষ উন্নয়নে জল, জমি, জঙ্গল ও পরিবেশ ব্যবস্থাপনা, কাঁকড়া সংগ্রকারীদের নিরাপত্তা, চাষিদের প্রশিক্ষণ, সস্তা ও আধুনিক উপকরন সরবরাহ, পরিকল্পনা ও যথাযথ উদ্যোগ গ্রহন এবং সরকারী পৃষ্টপোষকতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইউনিয়ন এ্যালায়েন্স কমিটির সভাপতি শেহেলী পারভীন ঝরনার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল্লাহ শরিফী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন সাগর। অন্যান্যদের মধ্যে উপস্থিত সুশীলনের উপপরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল কর্মকার,মহসীন আলম, কাঁকড়া ব্যবসায়ী, সংগ্রহকারী সহ কাঁকড়া মোটাতাজাকরন উৎপাদক দলের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন কাঁকড়া চাষ উন্নয়নে এলাকার খাস জমি এবং জলাভূমিগুলো উন্মুক্ত রাখতে সার্বিক সহযোগিতা উপজেলা থেকে করা হবে।
মন্তব্য চালু নেই