অক্টোবরে ঐশ্বরিয়ার ‘জাজবা’
বলিউডের পরিচালক সঞ্জয় গুপ্তা মনে হয় দর্শকদের চিন্তা করাতে বেশ পছন্দ করেন। বর্তমানে তিনি ব্যস্ত তার পরবর্তী অ্যাকশনধর্মী ছবি ‘জাজবা’ নির্মাণে। সম্প্রতি ছবিটির পরিচালক টুইটারে একটি পোস্ট দেন যে, ‘ ৯ অক্টোবর ,২০১৫ এবছর আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে’।
এরপরই টুইটটি নিয়ে চলছে বেশ মাতামাতি। অনেকে ধারণা করছেন ঐদিন মুক্তি পেতে পারে ‘জাজবা’ ছবিটি।
ছবিটি নিয়ে মাতামাতি হবার বড় কারণ, ‘জাজবা’ ছবিটির মূল আকর্ষণ বচ্চন পরিবারের বধু ঐশ্বরিয়া রায় বচ্চন। প্রায় পাঁচ বছর পর আবারো চলচ্চিত্রে আসছেন ৪১ বছর বয়সী এই সাবেক বিশ্বসুন্দরী।
ছবিতে তার সাথে আরও আছেন ইরফান খান, অনুপম খের, অতুল কুলকার্নি, চন্দন রয় এবং একটি বিশেষ চরিত্রে জন আব্রাহাম।
মন্তব্য চালু নেই