কার্যালয়ে রদবদল
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পর্যায়ের রদবদল হয়েছে। তার মুখ্য সচিব হয়েছেন আবুল কালাম আজাদ এবং কার্যালয়ের সচিব হয়েছেন সুরাইয়া বেগম।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আব্দুস সোবহান সিকদার অবসরে যাওয়ায় গতকাল রোববার আবুল কালাম আজাদ তার স্থলাভিষিক্ত হন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মন্তব্য চালু নেই