বিশ্বকাপে ক্যাচ ধরেই ১০ লাখ ডলার ॥ সঙ্গে বিয়ের প্রস্তাব (ভিডিও)

ব্যাটসম্যানের হাঁকানো ছক্কা গ্যালারিতে উড়ে আসা মাত্র কেউ যদি এক হাতে সেই ক্যাচ হিসেবে লুফে নিতে পারেন, তবে তার জন্য সর্বোচ্চ এক মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা ছিল। নিউজিল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে অনুষ্ঠেয় ২৩টি ম্যাচেই প্রচারণা হিসেবে এ অফার থাকছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ক্রাইস্টচার্চের হেগলি ওভাল স্টেডিয়ামে সে সুযোগ লুফে নিয়ে মিলিওনিয়ার বনে যাওয়ার পথে সঞ্জয় ‍গান্ডা নামে এক কিউই ক্রিকেটভক্ত। কেবলই তাই নয়, রীতিমত গ্যালারিতে খেলা দেখতে আসা এক অপরূপা সুন্দরী ‘টাইমিং পারসন’ সঞ্জয়কে বলেও ফেলেছেন ‘ম্যারি মি’।

ছয় সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় ক্রিকেটের এবারের আসরের এ অফারের আড়ালে গ্যালারির দর্শকদের জন্য ‘টুই ক্যাচ মিলিয়ন’ নামে একটি ক্রিকেটীয় প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণার অংশ হিসেবে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীরা সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে নির্দিষ্ট টি-শার্ট গায়ে গ্যালারিতে অবস্থান নিচ্ছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) এরকম টি-শার্ট পরা কয়েক হাজার দর্শকের ভেতর থেকেই এই সুযোগ লুফে নেন ৩১ বছর বয়সী সঞ্জয়। ।দেখা যায়, উইলিয়ামসনের ছক্কা যখন গ্যালারিতে আঁছড়ে পড়ছিল, তখন সেটা সঞ্জয়ের আগেই দাঁড়িয়ে হেডলেগ ফিশার নামে আরেক দর্শক ধরার চেষ্টা করেন। কিন্তু সাধনার ফল ধরা পড়ে সঞ্জয়ের হাতেই।

আর তাতে নেচে ওঠেন সঞ্জয়। ক্যাচ নেওয়ার পর তিনি যখন খুশিতে অন্য দর্শকদের সঙ্গে নাচানাচি করছিলেন, তখন এক নারী তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলে বসেন, ‘ম্যারি মি’!

প্রথম পর্বের প্রতি ম্যাচে ‍আড়াই লাখ ডলার মিললেও নিউজিল্যান্ড দলের শিরোপার লড়াইয়ে টিকে থাকার ওপর নির্ভর করছে ক্যাচ ধরা দর্শকদের পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধির বিষয়টি। অর্থাৎ প্রতি পর্বে এই অর্থ পরিমাণ বাড়তে থাকবে। আর যদি নিউজিল্যান্ড দল ফাইনালে পৌঁছে যায়, তবে এই সঞ্জয়সহ প্রতি পর্বের প্রথম এক হাতে ক্যাচ লুফে নেওয়া দর্শক পেয়ে যাবেন ১০ লাখ করে ডলার।

মোট ৪৯ ম্যাচের এ ক্রিকেটীয় মহারণের ২৩ লড়াই হবে নিউজিল্যান্ডে। বাকি ম্যাচগুলোর আয়োজক অস্ট্রেলিয়া।

http://www.dailymotion.com/video/x2h6g7b_%E0%A6%AC-%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%AA-%E0%A6%95-%E0%A6%AF-%E0%A6%9A-%E0%A6%A7%E0%A6%B0-%E0%A6%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%B2-%E0%A6%96-%E0%A6%A1%E0%A6%B2-%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99-%E0%A6%97-%E0%A6%AC-%E0%A7%9F-%E0%A6%B0-%E0%A6%AA-%E0%A6%B0%E0%A6%B8-%E0%A6%A4-%E0%A6%AC_news



মন্তব্য চালু নেই