কুমিল্লায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৪ যাত্রী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চার যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
নিহত ও আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রামের দিক থেকে আসা বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু হয়। বাসে থাকা ১০ যাত্রী আহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা নিহত ও আহতদের উদ্ধার করে।
মন্তব্য চালু নেই