ভালবাসার নৃত্যে যেভাবে বদলে গেলেন গানের শিল্পী লিজা (ভিডিও)

ক্লোজআপ ওয়ান বিজয়ী শিল্পী লিজাকে প্রথমবারের মত নৃত্যশিল্পীর ভূমিকায় দেখবে দর্শকরা। সম্প্রতি নিজের নতুন একটি গানের মিউজিক ভিডিও করেছেন লিজা। দিয়াবাড়িতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। ‘সুরাইয়া’ শিরোনামে সেই মিউজিক ভিডিওতে নেচেছেন তিনি নিজেই।
এ মিউজিক ভিডিওতে লিজার সঙ্গে আরো নেচেছেন চারজন ছেলে এবং চারজন মেয়ে নৃত্যশিল্পী। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।
‘সুরাইয়া’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। অনলাইনে এবং বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে।
মিউজিক ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=OunIlcdXOy4

































মন্তব্য চালু নেই