আন্ডারগ্রাউন্ডে খালেদা : রেলমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দলকে নিয়ে ‘আন্ডারগ্রাউন্ডে’ চলে গেছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
আজ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রেলপথে ও ট্রেনে নাশকতা রোধে এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে।
রেলমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া তার দল বিএনপিকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন, যেমনটি গিয়েছিল সর্বহারা দলের প্রধান শাহ মজুমদার- যাদের অস্তিত্ব এখন বাংলাদেশে নেই। এই অবস্থা হবে বিএনপিরও। বাংলার মাটিতে বিএনপির অস্তিত্বও থাকবে না।
তিনি বলেন, ক্ষমতার যাওয়ার জন্য একমাত্র পথ হলো নির্বাচন। এর কোনো বিকল্প পথ নেই।’
রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে পুলিশের ডিআইজি এসএম রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা কামাল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল, ইউএনও মোহাম্মদ সাদেকুর রহমান ও শ্রীপুর থানার ওসি মহসিন-উল-কাদির।
মন্তব্য চালু নেই