সিরাজগঞ্জে ৪৮ ঘন্টার হরতাল আহবান
সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের গুলি, বাড়ি ঘর ভাংচুর ও বিএনপির মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে সিরাজগঞ্জে ৪৮ ঘন্টার হরতাল আহবান করেছে সিরাজগঞ্জ জেলা ২০ দলীয় জোট।
রবিবার সকাল ৬টা থেকে সোমবার (১৬ ফেব্র“য়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করছে সিরাজগঞ্জ জেলা ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ ফেব্র“য়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারী কলেজ ও ধানবান্ধি মহল্লা থেকে একটি মিছিল বের করে। এসময় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এরই প্রতিবাদে ২০ দলীয় জোট ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান শান্তি পূর্ণ্য মিছিলে পুলিশ গুলি করেছে।
ইসলামিয়া সরকারী কলেজ এলাকায় ছাত্রদল কর্মী সাহসকে গুলি করে আহত করেছে। একই সময় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা করে ভাংচুর করার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।
মন্তব্য চালু নেই