মাদার তেরেসার চরিত্রে অভিনয়ের জন্য আগাম হ্যাঁ জ্যাকুলিনের
তাঁকে নিয়ে বলিপাড়ার পরিচালকদের আপাতত কোন প্ল্যানিং । কিন্তু ভবিষ্যৎ কে দেখেছে । তাই মাদার তেরেসার বায়োপিক তৈরির আগেই বলি-পরিচালকদের এই চরিত্রে অভিনয়ের জন্য তাঁর ‘হ্যাঁ’ জানিয়ে রাখলেন বলিসুন্দরী জ্যাকুলিন ফার্নান্ডেজ।
বলিউডের এখন ধুম পরেছে বায়োপিকের । একের পর এক সিলভার পর্দায় উঠে আসছে রিয়েল লাইফ হিরোদের জীবনি নিয়ে । দৌড়বিদ থেকে শুরু করে মুষ্টি যোদ্ধা, লেখক থেকে ক্রিকেটার, অভিনেতা থেকে পরিচালক এই তালিকায় জায়গা করে নিয়েছেন অনেকেই । তবে বাকি থেকে গেছেন আরও অনেকে । আর এই তালিকায় রয়েছেন নোবেল জয়ী মাদার তেরেসার নাম । যিনি জীবনের শেষ সময় পর্যন্ত কাটিয়েছেন সেবামূলক কাজে ।
তাই কোন সময় যদি মাদার-এর বায়োপিক তৈরি হয় বলিউডে, সেখানে অভিনয় করতে চান শ্রীলঙ্কান এই সুন্দরী । সম্প্রতি তিনি জানিয়েছেন, “আমাকে যদি কোন বায়োপিকে অভিনয় করতে হয়, তাহলে অবশ্যই আমর প্রথম পছন্দ মার্দার তেরেসা”।
তিনি আরও জানিয়েছেন, “ আমি খুবই আগ্রহী এই চরিত্রে অভিনয় করার জন্য । কারন আমি মাদারের কাছ থেকে অনেক কিছু শিখেছি । তাছাড়া আমি মনে করি, ভারতীয় ইতিহাসে মাদার তেরেসা গুরুত্বপূর্ণ চরিত্র’।
মন্তব্য চালু নেই