আবারও একসঙ্গে হাবিব-ন্যান্সি

গেল কয়েক বছরে হাবিব-ন্যান্সি জুটির বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় আরো একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটি হিমেল আশরাফ পরিচালিত একটি চলচ্চিত্রে ব্যবহার করা হবে।
‘তুমি আমার’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। বৃহস্পতিবার রাতে হাবিবের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানের কথাগুলো অনেক সুন্দর। আর হাবিব ভাইয়ের সুরটা এককথায় অসাধারণ হয়েছেন। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’



মন্তব্য চালু নেই