যে কারনে ভালবাসা দিবসে সিঙ্গেল থাকা ভাল
আর মাত্র একদিন আছে ভালোবাসা দিবসের। অথচ আপনি ভাবছেন যে, আমি এখনো সিঙ্গেল! কিন্তু সিঙ্গেল হয়েছেন তো কি হয়েছে… একবার মনে করেই দেখুন সিঙ্গেল থাকার উপকারিতাগুলো সম্পর্কে। কী মনে করতে পারছেন না তাইনা? চলুন তাহলে কিছু ছবির মাধ্যমে দেখে নেয়া যাক সিঙ্গেল থাকার ভালো ও মজার দিকগুলো।
এই বিশেষ দিনে আপনাকে উচ্চ খরচের কোন রেস্টুরেন্টে খাবারের জন্য বসতে হবে না।
আপনার বন্ধুরা যারাও আপনার মতই একা তাদের সাথে মজাদার কিছু সময় কাটাতে পারবেন।
প্রেমিক অথবা প্রেমিকা নিয়ে আপনাকে কারো সাথে কথা বলতে হবে না।
সারা সপ্তাহ জুড়ে আপনি নিজের জন্য ফুল কিনতে পারবেন।
চাপমুক্ত থেকে আপনি কাটাতে পারবেন ভাল সময়।
আপনার পায়ের লোম কাটতে হবে না অথবা আপনার চুলের সাজ নিয়েও আপনাকে বেশি চিন্তিত থাকতে হবে না।
একদিন অপেক্ষা করলেই আপনি ভালবাসা দিবসের বিশেষ চকলেট ডিসকাউন্টে কিনতে পারবেন এবং এগুলো সবই আপনি খেতে পারবেন।
আপনি আপনার মত করে সময় কাটাতে পারবেন এবং যা খুশি উপভোগ করতে পারবেন।
টাকা খরচ করে আপনাকে কারো জন্য ফ্রেমে বাধাই করা কবিতা কিনতে হবে না।
আপনাকে আপনার পোশাক নিয়েও বেশি চিন্তিত থাকতে হবে না।
সূত্র: দ্য মিরর
মন্তব্য চালু নেই