শপথ নিলেন ১০ বিচারক

সুপ্রিম কোর্টের হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পাওয়া ১০ বিচারক শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তারা শপথ নেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারকদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার-১ শওকত আলী চৌধুরী। এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।
শপথ নেওয়া নতুন এই বিচারকদের মধ্যে দশট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক ও অবসরপ্রাপ্ত মহানগর দায়রা জজ (চট্টগ্রাম) এস এম মজিবর রহমান,সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. ফরিদ আহমেদ শিবলী এবং গাজীপুরের জেলা জজ মো. আমীর হোসেন সাবেক জেলা জজ মর্যাদায় ছিলেন।
এ ছাড়া শপথ নেওয়া খিজির আহমেদ চৌধুরী, রাজিক আল জলিল, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ভীষ্মদেব চক্রবর্তী, মো. ইকবাল কবির লিটন, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

































মন্তব্য চালু নেই