নাশকতা এড়াতে রাতে বাস চলাচল বন্ধ থাকবে
বিএনপি জোটের ডাকে চলমান আন্দোলন কর্মসুচিতে মহাসড়কে নাশকতা এড়াতে রাতে বাস চলাচল বন্ধ থাকবে।
তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান স্বাভাবিক নিয়মে চলাচল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও আইনশৃ্খলাবাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে গত বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে পরিবহন মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের আইজিপি একে এম শহীদুল হক রাত ৯টার পর দূরপাল্লার যানবাহন না চালানোর অনুরোধ জানিয়েছিলেন। ওইদিন পরিবহন মালিকরা পুলিশে প্রধানের এ অনুরোধ প্রত্যাখান করেছিলেন।
মন্তব্য চালু নেই