স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশ ও র্যাব প্রধানের বৈঠক
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও র্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান।
রোববার বেলা পৌনে ১১টা সাড়ে ১২টা পর্যন্ত সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নিয়মিত রুটিন ওয়ার্ক হিসেবে পুলিশ ও র্যাব প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে তারা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে অবগত করেছেন।’
তিনি বলেন, ‘যেহেতু নারায়ণগঞ্জের ঘটনা একটি আলোচিত ইস্যু সেহেতু এটিও আলোচনায় এসেছে। ঘটনার তদন্ত চলছে। তাই তদন্ত চলাকালীন কিছু বলতে পারছি না।’
র্যাবের ডিজি মোখলেছুর রহমানও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দৈনন্দিন কার্যক্রম ও দাপ্তরিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে নারায়ণগঞ্জের আলোচিত গুম ও খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন নুর হোসেনহ অন্য আসামিদের ধরার ব্যাপারে আলোচনা হয়েছে।
মন্তব্য চালু নেই