সাতক্ষীরায় ১৪ দলের মানববন্ধন
হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরায় ১৪ দলের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে রোববার বিকেলে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ড.আফম রুহুল হক এমপি, মীর মোস্তাক আহমেদ এমপি, মুস্তফা লুৎফুল্লাহ এমপি, আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
মন্তব্য চালু নেই