ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক-২০১৫ সম্মেলন দীর্ঘ ১৩ বছর পর আজ শনিবার বিকেলে অডিটরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. এম মোশাররফ হোসেন মুসা মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আবদুর রহমান, এমপি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম ও লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মোকাররম মিয়া বাবু, ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. খসরুজ্জামান দুলু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমুখ।



মন্তব্য চালু নেই