চাটমোহরে এক রাতে ৪৬টি ইদুর নিধন

আমরা সবাই জানি বিষ (কীটনাশক) প্রয়োগ করে ইদুর নিধন করা হয়। কিন্তু পাবনার চাটমোহরের এক শ্রমিক গত বৃহস্পতিবার রাত জেগে ফাঁদ পেতে ইদুর নিধন করেছেন। রেলবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সরকারের গমের গুডাউনে ফাঁদ পেতে ৪৬টি ইদুর মেরেছে মোঃ ইন্না আলী নামে এক শ্রমিক।
সে পেশায় শ্রমিক হলেও ইদুর মারায় খুবই পারদর্শী। তার এই ফাঁদে আটককৃত ইদুর গুলো একনজর দেখার জন্য ভোর থেকে উৎসুক জনতা ভীড় করে।


















মন্তব্য চালু নেই