গৃহকর্মীকে যৌন নির্যাতন, গৃহকর্তা আটক
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ওয়ার্ডে গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে মুনসুর আলম চৌধুরী (৩৫) নামের এক গৃহকর্তাকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় ওই গৃহকর্মীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ৩টায় গৃহকর্তা মনসুর চৌধুরী ওই গৃহকর্মীকে ওয়ার্ডের ভিতরে নির্যাতন করলে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরা মনসুর চৌধুরীকে আটক করে পুলিশে দেন।
ওই কিশোরী গৃহকর্তা মনসুর চৌধুরীর স্ত্রীর চিকিৎসা সেবায় হাসপাতালের ওয়ার্ডে কর্মরত ছিলো।
নির্যাতিত গৃহকর্মীর বাড়ি নোয়াখালী জেলায়। রাজধানীর দক্ষিণ কমলাপুরে মনসুর চৌধুরী ও নাসিমা বেগমের বাসায় গৃহকর্মীর কাজ করতো সে।
গৃহকর্তী ও নাসিমা বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় বিএসএমএমইউতে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মনসুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
মন্তব্য চালু নেই