যেকোন ধরনের নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ জানিয়েছেন, যেকোন সময় যেকোন ধরনের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে । বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আধুনিক জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) সংক্রান্ত প্রকল্পের বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।
সিইসি বলেন, ‘সামনে বড় দুটি নির্বাচন রয়েছে। এ দুই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। স্থানীয় সরকারের নির্বাচন নির্দলীয়। কিন্তু অতীতে সিটি নির্বাচনে অনেক দল অংশ নিয়েছে। আমরা চাই, সবাই ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির নির্বাচনে অংশগ্রহণ করুক। সীমানা-জটিলতা শেষ হলেই ঢাকার দুই সিটিতে নির্বাচন করা হবে। সীমানা গেজেট হাতে না পাওয়া পর্যন্ত অগ্রসর হতে পারছি না। তাগাদা দিয়ে রেখেছি। তবে চট্টগ্রাম সিটিতে নির্ধারিত সময়ে ভোট করতে কোনো অসুবিধা নেই।’
তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করণীয় নেই। তবে আমরা সবধরনের নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি।
চলমান সংকট নিরসনে ইসি কোনো উদ্যোগ নেবে কি না, জানতে চাইলে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘না, আমরা দেশের মাথাও নই, অঙ্গও নই। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। ইসির দায়িত্ব ও কাজের পরিধি সংবিধানে বলা রয়েছে।’
মন্তব্য চালু নেই