নাশকতার জন্য সরকার দায়ী : ২০ দল
চলমান সরকারবিরোধী আন্দোলনে দেশব্যাপী নাশকতার জন্য ক্ষমতাসীনদের দায়ী করে এই অবস্থান থেকে তাদের সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
ওই জোটের নেতারা অভিযোগ করছেন, গণতান্ত্রিক আন্দোলনকে কলুষিত করতে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ক্ষমতাসীনরা নাশকতামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
জোটের শীর্ষ নেতারা তাদের বিবৃতিতে বলেন, ‘চলমান গণতন্ত্র মুক্তি আন্দোলনকে নাশকতা ও জঙ্গি কর্মকা- হিসেবে দেশ-বিদেশে উপস্থাপনের মাধ্যমে অবৈধ সরকারের পক্ষে সহানুভূতি অর্জনের দানবীয় কৌশল অবলম্বন করা হচ্ছে। ২০ দলীয় জোট এসব জঘন্য কর্মকা- ও অপকৌশলকে দৃঢ়ভাবে ঘৃণার সঙ্গে প্রত্যাখান করছে।’
সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরকারের এজেন্টদের দায়ী করে তারা বলেন, ‘যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলার মতোই চৌদ্দগ্রামের এই হামলা সুপরিকল্পিতভাবে সরকারি এজেন্টরাই করে থাকতে পারে। আর এর দায়ভার বিএনপিসহ ২০ দলীয় জোটের ওপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করাই তাদের উদ্দেশ্য।’
ক্ষমতাসীনদের উদ্দেশে ২০ দলীয় জোটের নেতারা আরো বলেন, ‘স্বাধীন বাংলাদেশ কারো পৈত্রিক তালুকদারি নয় এবং ক্ষমতা চিরস্থায়ী নয়।’
বিবৃতিতে পেট্রোল বোমা নিক্ষেপসহ অন্যান্য নাশকতামূলক ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জোটের এই নেতারা। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তিকে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এসব ঘটনার শিকার বানানো না হয় সে বিষয়েও আহ্বান জানান তারা।
বিবৃতিতে পেট্রোল বোমা নিক্ষেপে নিহতদের প্রতি গভীর শোক এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার সঙ্গে জোটের কোনো নেতাকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলেও বিবৃতিতে অভিযোগ করেন জোট নেতৃবৃন্দ।
মন্তব্য চালু নেই