ভারত গেলেন এরশাদ
বন্ধুর মেয়ের বিয়ের নিমন্ত্রণে ভারতে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। চার দিনের এ সফরে তার সঙ্গে আছেন একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
জাপার একটি সূত্র বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছে ।
সূত্রটি জানায়, এরশাদ সেখানে তারই এক বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দেবেন এবং চারদিন থাকার পর ৬ ফেব্রুয়ারি আবার দেশে ফিরবেন।
সকালে তাকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, তাজ রহমান, সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম- মহাসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ নেতারা।
মন্তব্য চালু নেই