সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও মুক্তিযোদ্ধার সন্তানসহ অন্যান্য কোঠায় শিক্ষার্থীদের আনুপাতিক হারে বয়স বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমানে প্রচলিত নিয়মে বিসিএসসহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির প্রজ্ঞাপনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর দেয়া রয়েছে। কিন্তু এই নিয়ম যখন করা হয় তখন একজন শিক্ষার্থী দুই বছরের ডিগ্রি পাস করে কোর্স শেষ করে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারতো। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন। সেশন জটের কারণে শিক্ষা জীবন শেষ করতে সরকারি চাকরির বয়স শেষ হয়ে যায়।’
তারা বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ালে লাখ লাখ উচ্চশিক্ষিত শিক্ষার্থী উপকৃত হবে। এতে সরকারি কোষাগারে রাজস্ব বৃদ্ধি পাবে। অনেক পরিবার স্বাবলম্বী হবে। দেশের অর্থনীতিতে গতি আসবে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের চেয়ে অনেক বেশি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান মুক্ত প্রমুখ।



মন্তব্য চালু নেই