বিশ্বকাপের আগে আবারও শীর্ষে সাকিব

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আবারও ক্রিকেটের তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হিসেবে শীর্ষে উঠে এলেন সাকিব আল হাসান।

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। সাত ম্যাচ সিরিজের শেষ পাঁচ ম্যাচে ভালো পারফর্ম করতে না পারায় ওয়ানডের অলরাউন্ডারের র‌্যাংকিং থেকে অ্যাঞ্জেলো ম্যাথুসের অবনমন হয়।

ম্যাথুসের অবনতি হওয়ায় সাকিব আবারও ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন। আগের থেকেই টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব।

দ্বিতীয়বারের মতো তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হিসেবে সাকিব শীর্ষে উঠে এসেছেন। একক আধিপত্য দেখিয়ে গত ১২ জানুয়ারি ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হিসেবে সাকিবের নাম উঠে আসে।

ঠিক দশ দিনের মাথায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ভালো করায় সাকিবকে হটিয়ে ওয়ানডে অলরাউন্ডার র্যাং কিংয়ে সবার উপরে উঠেছিলেন ম্যাথুস।

শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। সাকিবের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে ম্যাথুস। ৩৮৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন মোহাম্মদ হাফিজ।



মন্তব্য চালু নেই