খালেদা জিয়াকে পাগল মনে হয় : মায়া

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘পাগল’ বলে মনে হয়।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট এই সমাবেশের আয়োজন করে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমার কাছে বেগম খালেদা জিয়াকে পাগল মনে হয়। পরীক্ষা কি শুধু আওয়ামী লীগ নেতাদের ছেলে-মেয়েরা দেয়? বিএনপি-জামায়াতের লোকদের সন্তানরাও তো পরীক্ষা দেয়।’

বিএনপি চেয়ারপারসনের নোংরামি সহজে শেষ হবে না এমন মন্তব্য করে তিনি আরো বলেন, ‘তার কিছু চাকর-বাকর আছে তারা তার কাছে যায়। দেশের কিছু মানুষ এদেরকে আপদ মনে করে। আর কিছু মানুষ আছে যারা তাদেরকে বিপদ মনে করে। এই ‘আপদ-বিপদ’কে একসাথে শেষ করতে হবে।

হরতাল-অবরোধে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘ওনি (খালেদা জিয়া) শিশুদের পরীক্ষা দিতে দেবেন না। কিন্তু মনে রাখবেন শেখ হাসিনার নেতৃত্বেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কেউ বাধা দিয়ে রাখতে পারবে না।’

বিএনপি-জামায়াত জোটের চলমান কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকা- হিসেবে আখ্যায়িত করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আজকে কয়েকটি পত্রিকায় দেখলাম পাকিস্তানের কূটনীতিকরা বাংলাদেশে নাশকতার জন্য ইন্ধন ও অর্থের জোগান দিচ্ছে।’



মন্তব্য চালু নেই