সমাজকল্যাণ মন্ত্রীর ইসলামবিদ্বেষী বক্তব্য পরিহার না করলে সর্বত্র আন্দোলন গড়ে উঠবে : এটিএম হেমায়েত উদ্দিন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলী সিলেটের একটি কলেজের অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য “বোরকা পরে কলেজের ছাত্রী হওয়া যায় না” এধরনের কান্ডজ্ঞানহীণ বক্তব্যের কারণে তাকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করতে হবে। “আমি চাই কলেজে মেয়েরা ছেলে ছাত্রদেরকে ধাক্কা মেরে, হাফপ্যান্ট পড়ে আসবে।” একটি মুসলিম দেশের মন্ত্রীর মুখে এধরণের বক্তব্য চরম ধৃষ্টতা ও অবমাননাকরও বটে। মহসিন আলী একজন জ্ঞানপাপী মুর্খ। তার মতো লোকের মন্ত্রী পরিষদে থাকার অধিকার রাখে না।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ অফিস মিলনায়তনে ৫ ফেব্রুয়ারির মানববন্ধন সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

নগর সেক্রেটারি আহমদ আকব্দুল কাইয়ূমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক ফজুলল হক মৃধা, মু. মোশাররফ হোসেন, এইচএম সিদ্দিকুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব আবদুল আউয়াল, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব হাবিবুর রহমান , বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, চলমান উত্তপ্ত রাজনীতির করালগ্রাস থেকে মুক্তি পেতে হলে হযরত সাহাবায়ে কেরামের মতো সর্বক্ষেত্রে ত্যাগ ও কুরবানীর নজরানা পেশ করতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন ও আদর্শিত রাজনৈতিক পরিবেশ তৈরি করা ছাড়া নোংরা রাজনীতি করালগ্রাস থেকে মুক্তি পাওয়া যাবে না। এজন্য ইসলামী আন্দোলন ব্যতিক্রম প্লাটফরম তৈরি করে দেশবাসীকে মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। তিনি আগামী ৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি সফলের জন্য সকলের প্রতি আহ্বান জানান।



মন্তব্য চালু নেই